Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নাগরিক কর আদায় বিষয়ে জরুরী ঘোষনা
Details

এতদ্বারা মালিগাছা ইউনিয়নের সম্মানিত স্থায়ী বাসিন্দা, ব্যবসাজীবি অবগতির জন্য জানানো

যাচ্ছে যে, আপনাদের নিজ মালিকানাধীন গৃহ ভবনের টেক্স ও পাকা দালান  কোঠার নক্সা অনুমোদন , ব্যবসার ট্রেড লাইসেন্স এবং শিল্প প্রতিষ্ঠানের গৃহ ভবন কর ও নক্সা অনুমোদন

আগামী ৩০/০৯/২০১৪ ইং তারিখের মধ্যে সমুদয় কর এবং ফি মালিগাছা ইউনিয়ন পরিষদে জমা দান পুবক, পরিশোধ রশিদ গ্রহনের জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায়, সরকারী বিধি মোতাবেক বকেয়া সমুদয় কর ও ফি আদায়ের স্বাথে - কাযকরী পদক্ষেপ গ্রহন করা হবে। উল্লেখ্য - বকেয়া গৃহ ভবন কর ও ফি অনাদায়কারীকে পরিচয় পত্র ওয়ারিশান সাটিফিকেট বা যে কোন প্রকার সনদ পত্র প্রদান  করা হবে না। বিধায়,সকল প্রকার নাগরিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে- নিধারিত তারিখের মধ্যে কর ও ফি প্রদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

Attachments
Publish Date
04/02/2014