এতদ্বারা মালিগাছা ইউনিয়নের সম্মানিত স্থায়ী বাসিন্দা, ব্যবসাজীবি অবগতির জন্য জানানো
যাচ্ছে যে, আপনাদের নিজ মালিকানাধীন গৃহ ভবনের টেক্স ও পাকা দালান কোঠার নক্সা অনুমোদন , ব্যবসার ট্রেড লাইসেন্স এবং শিল্প প্রতিষ্ঠানের গৃহ ভবন কর ও নক্সা অনুমোদন
আগামী ৩০/০৯/২০১৪ ইং তারিখের মধ্যে সমুদয় কর এবং ফি মালিগাছা ইউনিয়ন পরিষদে জমা দান পুবক, পরিশোধ রশিদ গ্রহনের জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায়, সরকারী বিধি মোতাবেক বকেয়া সমুদয় কর ও ফি আদায়ের স্বাথে - কাযকরী পদক্ষেপ গ্রহন করা হবে। উল্লেখ্য - বকেয়া গৃহ ভবন কর ও ফি অনাদায়কারীকে পরিচয় পত্র ওয়ারিশান সাটিফিকেট বা যে কোন প্রকার সনদ পত্র প্রদান করা হবে না। বিধায়,সকল প্রকার নাগরিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে- নিধারিত তারিখের মধ্যে কর ও ফি প্রদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS