Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

        বিষয়                                                                      

                           যোগাযোগঃ-    

বর্ণনাদি/ তথ্যাদি

(ক) মোহাম্মদ শরিফ, চেয়ারম্যান মালিগাছা ইউ, পি, মোবাইল নং 01715-032479।

(খ) পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া হাটের কেন্দ্রিয় জামে মসজিদ এর পূর্ব দিকে মহাসড়ক সংলগ্ন ইউ, পি মার্কেটের পূর্ব পাশ্বেই মালিগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়। 

                     বিষয়                                                       বর্ণনাদি/ তথ্যাদি

                           ইউনিয়নের পটভূমিঃ-

ইউনিয়নের নাম করণঃ- বৃটিশ শাসন আমলে তৎকালীন জমিদারী প্রথা চালু ছিল। শ্রী নরেন চন্দ্র তালুকদার এর জমিদার বাড়ীতে ফুলবাগান পরিচর্যার জন্য শ্রী যাদব চন্দ্র মালী কর্মরত ছিলেন। তিনি ফুলবাগান সহ অন্যান্য গাছের পরিচর্যার কাজ করতেন। কালের বিবর্তন হিন্দু সম্প্রদায়ের মালী বংশভূত বসতি গড়ে উঠে। খাজনা আদায়ের সুবিধার্থে মালি পরিবার ও গাছ  শব্দের সমন্বয়ে মালিগাছা মৌজার নাম করণ হয় এবং পরবর্তীতে মালিগাছা মৌজার নাম অনুসারে মালিগাছা ইউনিয়ন পরিষদ নামে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে মালিগাছা ইউনিয়ন পরিষদের আত্বপ্রকাশ ঘটে।  

 

 

                       বিষয়                        বর্ণনাদি/ তথ্যাদি          কর্মবণ্টনঃ-

 

(ক) চেয়ারম্যান-মেম্বারের দায়িত্বঃ-  ইউনিয়নের আইন শৃংখলা রক্ষাকরা ও সজাগ দৃষ্টি রাখা। ঋণ প্রদান ও আদায়ে সহযোগীতা প্রদান কর। পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণে, খাদ্য উৎপাদনে ও কৃষি পুনঃবাসনে, ত্রান সামগ্রী বিতরণে সার্বিক সহয়োগীতা প্রদান করা, ইউনিয়ন পরিষদের যাবতীয় হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণ, মালিশী আদালতে প্রতিনিধিত্ব করা এবং সরকারী নির্দেশ মোতবেক যাবতীয় উন্নয়ন মূলক কাজ যথার্থ বাসত্মাবায়ন ও বিধি মোতাবেক সুষ্টভাবে পরিচালনা করা। সরকারের অর্পিত দায়িত্ব পালন করা।

 

(খ) ইউ, পি সচিবের দ্বায়িত্ব ও কর্তব্যঃ-  সকল চিঠি পত্র রেজিষ্টারী বহিতে লিপিবদ্ধ করা সহ চেয়ারম্যানের দৃষ্টিগোচর করা। তাঁহার পরার্মশ মোতবেক প্রসত্মত করে, কৃতপক্ষর সমীপে পাঠানোর ব্যবস্থা করা। সভা পরিচালনা, রাজস্ব  আদায়, বাজেট তৈরী এবং সকল প্রকার উন্নয়ন প্রকল্পন গ্রহণে ও বাসত্মবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করা।  ইউনিয়ণ পরিষদের যাবতীয় আয় ব্যয়ের হিসাব নিকাশ রক্ষনাবেক্ষণ করা। এবং চেয়ারম্যান-মেম্বারগণের সর্ব প্রকার যুক্তিযুক্ত কাজে সহয়োগীতা করা।

 

(গ) গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্যঃ- এলাকার আইন শৃংখলা রক্ষার প্রতি দৃষ্টি রাখা এবং আইন প্রযোগকারী কতৃপক্ষকে সার্বিক সহযোগীতা প্রদান করা। রাজস্ব আদায়ে সহযোগীতা প্রদান। নিজ নিজ এলাকার জন্ম মৃত্যুর তালিকা প্রস্ত্তত ও ইউ পি অফিসে দাখিল করা। বিভিন্ন  পত্র জারী করা ত্রান বিতরণে অর্পিত দায়িত্ব পালন করাসহ সপ্তাহে একদিন থানা হাজিরা প্রদান এবং কতৃপক্ষকে যাবতীয় আইন শৃংখলা সর্ম্পকে অবহিত করা।