মালিগাছা ইউনিয়ন ভুমি অফিস, পাবনা সদর, পাবনা ।
অত্র ভূমি অফিস হতে জনসাধারণ কে নিম্নোক্ত সেবা প্রদান করা হয়।
ক্রঃ নং | সেবার ধরণ | সেবা প্রাপ্তির জন্য অনুসরনীয় পদ্ধতি | প্রয়োজনীয় ফি | নিধারিত ন্যূনতম/ সবোচ্চ সময় সীমা | সেবা প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত কমকতা/ কমচারী পদবী | সেবা প্রাপ্তির জন্য সেবা প্রাথীর করনীয় ও যোগ্যতা |
০১। | ভূমি উন্নয়ন কর (খাজনা ) গ্রহন ও দাখিল প্রদান। | ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদানের জন্য পূববতী বৎসরের পরিশোধকৃত দাখিল এবং এস.এ ও আর.এস খতিয়ানের পচা সঙ্গে আনতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কমকতার নিকট তা ইপস্থাপন করতে হবে। পুরাতন খারিজ সূত্রে খাজনা প্রদান করতে চাইলে খারিজের পরচা, ডি.সি.আর এবং সংশ্লিষ্ট দলিলপত্রও সঙ্গে আনতে হবে। | ভূমি উন্নয়ন কর বা খাজনার রেট নিম্নে পৃথক ফদে দেখানো হল। ভূমি উন্নয়ন কর বা খাজনা গ্রহন অন্তে প্রদত্ত টাকা দাখিলা (রশিদ) প্রদান করা হয়। | মালিকানা সংক্রান্ত কোন জটিলতা না থাকলে এবং রেকডপত্রে মিল পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা গ্রহন করে দাখিলা প্রদান করা হয়। | ০১। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কমকতা । ০২। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কমকতা । | দ্রুত সেবা প্রাপ্তির জন্য সঠিক এবং নিভেজাল কাগজ-পত্রসহ ৩নং কলামের পদ্ধতি অনুসরণ করতে হবে । |
০২। | নামজারী, জমা-খারিজ ও রেকড সংশোধন। | নামজারী ও জমাখারিজের জন্য নিধারিত ফরমে সহকারী কমিশনার (ভুমি), পাবনা সদর,বরাবরে সরাসরি নিজ হাতে আবেদন পত্র দাখিল করতে হবে । আবেদন পত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:- ০১। মূল ও বায়া দলিলের সুষ্পষ্ট সত্যায়িত ফটোকপি । ০২। এস.এ ও আর এস খতিয়ানের সত্যায়িত ফটোকপি। ০৩। প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়ারিশ সনদপত্র। ০৪। ওয়ারিশ সূত্রে নামজারী হলে ফারায়েজ/দায়ভাগ সনদপত্র। ০৫। খতিয়ানের ফরম ৫(পাঁচ) ফদ । ০৬।প্রস্তাব ফরম ২(দুই) ফদ । ০৭। নোটিশ ফরম বিবাদীর সংখ্যা মোতাবেক । ০৮। পুববতী বছর পযন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের দাখিলার ফটোকপি । | *নামজারীর আবেদন পত্রের সাথে কোট ফি ১০(দশ) টাকার । * নোটিশের সাথে প্রসেস ফি প্রতি ঠিকানার জন্য ২.৫০ টাকা । * আবেদিত জমির বকেয়া খাজনা পরিশোধের দাখিলা নিধারিত হারে । * নামজারী অনুমোদিত হলে খারিজী খতিয়ান ফি ২৫(পঁচিশ) টাকা । * জমাভাগ ও রেকড সংশোধন ফি প্রতি খতিয়ানের জন্য ১.০০ (এক)টাকা । * জমা একত্রীকরণ ফি একাধিক খতিয়ানের জন্য ১(এক) টাকা। | * সহকারী কমিশনার (ভুমি) কতৃক নামজারীর আবেদনপত্র গ্রহন, রেজিষ্টারে এন্ট্রি, কেস নথি সৃজন ও ইউনিয়ন ভুমি অফিসে প্রেরণের জন্য সবোচ্চ ৫(পাঁচ) কম দিবস । * ইউনিয়ন ভুমি সহকারী কমকতা কতৃক সরেজমিনে তদন্ত, নোটিশ প্রদান, শুনানী,গ্রহন,রেকডপত্র পযালোচনা । প্রস্তাব/প্রতিবেদন ও প্রস্তাবিত ৫(পাঁচ) ফদ খতিয়ান প্রস্তুতের জন্য সবোচ্চ ১৫(পনের) কম দিবস । | ০১। সহকারী কমিশনার (ভুমি) ০২। কানুন গো ০৩। সাভেয়ার ০৪। নামজারী সহকারী ০৫। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কমকতা । ০৬। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কমকতা । ০৭। প্রসেস সাভার । | প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নিধারিত ফরমে নিভূলভাবে নামজারীর জন্য আবেদন করতে হবে । আবেদন পত্রে মৌজার নাম এস.এ. ও আর.এস খতিয়ান এবং এস.এ. ও আর.এস দাগের নম্বর অবশ্যই নিভূলভাবে দরখাস্ত লিখতে হবে । |
০৩। | অপিত সম্পত্তির লীজ নবায়ন/লীজ প্রদান । | দখলকৃত অপিত সম্পত্তির লীজ প্রাপ্তির জন্য পূবের লীজকৃত সম্পত্তির লীজ মমানি পরিশোধের ডিসিআর এর ফটোকপিসহ সহকারী কমিশনার (ভূমি),পাবনা সদর, পাবনা বরাবরে দরখাস্ত লিখে সরাসরি উপজেলা ভূমি অফিসে দাখিল করতে হবে । | *দরখাস্তের সাথে কোট ফি দিতে হবে ১০(দশ) টাকা । * বকেয়া এবং হাল সনের লীজ মানি পরিশোধ করতে হবে যা রশিদে উল্লখ থাকবে । উক্ত টাকা উপজেলা ভূমি অফিসে জমা দিতে হবে । | দরখাস্ত প্রাপ্তির ১৫(পনের) কম দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করা হয় এবং ৪৫(পঁয়তাল্লিশ)কম দিবসের মধ্যে লীজমানি আদায় করা হয় । | ১) উপজেলা নিবাহী অফিসার, পাবনা সদর । ২) সহকারী কমিশনার (ভূমি),পাবনা সদর । ০৩। কানুন গো, পাবনা সদর । ০৪। ভিপি সহকারী । ০৫।সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কমকতা । | আবেদনপত্রে ভিপি কেস নম্বর |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস